ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নাচোলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, মে ৬, ২০১৯
নাচোলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাশির উদ্দিন (২৮) নামে একজন নিহত হয়েছেন।

সোমবার (৬ মে) বিকেলে নাচোল-আমনুরা সড়কের ঘিওন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বাশির চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

 

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যোবায়ের আহম্মেদ বাংলানিউজকে জানান, বিকেলে বাশির ও তার এক সহযোগী দুইটি মোটরসাইকেলে করে জেলা সদর থেকে নাচোল আসছিলেন। তারা ঘিওন মোড়ে পৌঁছালে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাশিরের মোটরসাইকেলটির। তাৎক্ষণিক গুরুতর আহতাবস্থায় বাশিরকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।