ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লৌহজংয়ে প্রাইভেটকার চাপায় মা-মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, মে ৬, ২০১৯
লৌহজংয়ে প্রাইভেটকার চাপায় মা-মেয়ে নিহত

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় প্রাইভেটকার চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। 

সোমবার (০৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে মাওয়া-কবুতরখোলা সড়কে পদ্মাসেতুর উপজেলার যশলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মা পারভীন বেগম (৩৫) ও মেয়ে সামিয়া বেগম (০৩)।

নিহত পারভীন বেগম উপজেলার দক্ষিণ মেদেনীমণ্ডল পুর্নবাসন কেন্দ্রের এলাকার মিজানুর হাওলাদারের স্ত্রী।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বাংলানিউজকে জানান, উপজেলার মাওয়া-কবুতরখোলা সড়কে একটি প্রাইভেটকার মা ও মেয়েকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বেলা সাড়ে ১১টার দিকে মেয়ে সামিয়াকে মৃত ঘোষণা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় মা পারভীনকে ঢাকা মিডফোর্ট হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

এদিকে, স্থানীয়দের দাবি মেদেনীমন্ডল ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ হোসেন খানের ছেলে ফাহাত খানের প্রাইভেটকার চাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।