ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, মে ৬, ২০১৯
চুয়াডাঙ্গায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। 

সোমবার (৬ মে) সকালে উপজেলার কবিখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- ওই গ্রামের মহসিন আলীর মেয়ে মোহনা খাতুন (৮) ও একই উপজেলার হানুড়বাড়াদী গ্রামের আমিরুল ইসলামের ছেলে রিপন (৯)।

নিহত দুই শিশু সম্পর্কে মামাতো ভাই-বোন।

স্থানীয় মোমিনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার বাংলানিউজকে জানান, রোববার (৫ মে) মায়ের সঙ্গে কবিখালী গ্রামে তার মামার বাড়িতে বেড়াতে আসে রিপন। সোমবার সকালে তার মামাতো বোন মোহনার সঙ্গে বাড়ির অদূরে বাগানে যায় আম কুড়াতে। এরপর থেকেই ওই দুই শিশু নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে গ্রামের একটি পানের বরজের পাশের ডোবা থেকে তাদের দুইজনের মরদেহ উদ্ধার করে গ্রামবাসী।  

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।