সোমবার (০৬ মে) সকালে খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে র্যালি বের করা হয়। র্যালিটি কলাবাগান এলাকা থেকে বেরিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কলাবাগানে এসে শেষ হয়।
এছাড়া, শহরের শাপলা চত্বরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে সমাবেশ করেছে খাগড়াছড়ি জিলানী ইসলামি সাংস্কৃতিক ফোরাম।
এসময় উপস্থিত ছিলেন ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মো.ইউছুফ আলী, মাস্টার ট্রেইনার মো. হাবিবুর রহমান, খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মো. সালাহউদ্দিন, অ্যাডভোকেট আকতার উদ্দিন মামুন প্রমুখ।
সমাবেশে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা সব হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ০৬ মে, ২০১৯
এডি/একে