সোমবার (৬ মে) সকাল ৮টা থেকে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় এ কর্মসূচি শুরু করেন তারা।
জানা যায়, রাষ্ট্রায়ত্ত পাটকল লতীফ বাওয়ানী জুট মিল ও করিম জুট মিলের শত শত শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, পাটকল শ্রমিকদের প্রায় নয় সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। বর্তমানে বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়ন ও রোজার ঈদে উৎসব ভাতা দেওয়া- এ তিনটিই তাদের মূল দাবি।
করিম বাওয়ানী জুট মিলের শ্রমিক ইউনিয়নের নেতা সুলতান মৃধা বলেন, আমরা রাষ্ট্রায়ত্ত মিলে শ্রম দেই। বিনিময়ে সরকার আমাদের মজুরি দেবে। কিন্তু নয় সপ্তাহ ধরে আমরা কোনো টাকা পাচ্ছিনা। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নই আমাদের মূল দাবি।
জুট মিলের নারী শ্রমিক নাসিমা বেগম বলেন, সরকার যদি আমাদের টাকা দিয়ে দিত, তাহলে আমাদের আজ আবারও রাস্তায় নামতে হতো না। যতক্ষণ আমরা টাকা না পাবো, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।
এর আগে নয় দফা দাবিতে দেশের বিভিন্নস্থানে পাটকল শ্রমিকরা সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করেছিলেন। সে সময় সরকারের পক্ষ থেকে ২৫ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ এবং ১৮ মের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছিল।
সড়ক অবরোধের কারণে ডেমরায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
এদিকে বিক্ষুদ্ধ পাটকল শ্রমিকরা অনেকগুলো গাড়ি ভাঙচুরসহ সাংবাদিকদেরও লাঞ্চিত করেন।
অন্যদিকে একই দাবিতে আন্দোলন করছেন খুলনার রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মে ০৬, ২০১৯
আরকেআর/এসএ