ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাজীপুরে বাসচাপায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৬, মে ৬, ২০১৯
গাজীপুরে বাসচাপায় পথচারী নিহত

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় বাসচাপায় আজিম ভূঁইয়া (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। 

সোমবার (৬ মে) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আজিম জেলার কালীগঞ্জ উপজেলার বান্দাখোলা এলাকার সাত্তার ভূঁইয়ার ছেলে।

মাওনা হাইওয়ে থানার উপ-প‌রিদর্শক (এসআই) সুজন কুমার পণ্ডিত বাংলানিউকে জানান, সকালে এমসি বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন পথচারী আজিম। এসময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ০৬, ২০১৯
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।