ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জঙ্গি ইস্যুতে লাইভ টেলিকাস্টে দায়িত্বশীল হওয়ার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, মে ৬, ২০১৯
জঙ্গি ইস্যুতে লাইভ টেলিকাস্টে দায়িত্বশীল হওয়ার আহ্বান কর্মশালায় ডিএমপির কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: জঙ্গিবাদ ইস্যুতে দেশের স্বার্থে টেলিভিশনগুলোর লাইভ টেলিকাস্টের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

সোমবার (০৬ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অপরাধ বিষয়ক সাংবাদিকদের অংশগ্রহণে ‘রিপোর্টিং অন টেররিজম’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) ও ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

ডিএমপি কমিশনার বলেন, শ্রীলঙ্কায় জঙ্গি হামলার ঘটনায় কয়টা মরদেহের ছবি প্রচার করতে দেখেছি? তারা তাদের দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে দেখেছেন। আমাদের দেশের অবস্থা ও শ্রীলঙ্কার অবস্থা এক ধরনের না হলেও জাতীয় স্বার্থ সংশ্লিষ্টতা আসলে জঙ্গিবাদসহ সব ইস্যুতে গণমাধ্যমের সেলফ সেন্সরশিপ দরকার।

আমাদের দেশে এমন সব ইস্যুতে বিশেষ করে টেলিভিশনের লাইভ টেলিকাস্টের ক্ষেত্রে চিন্তা-ভাবনা করার সময় এসেছে বলে মনে করেন তিনি।

ডিএমপির কমিশনার বলেন, জঙ্গিদের লক্ষ্যই হচ্ছে, ভীতির পরিবেশ তৈরি করে জনমনে নিজস্ব মতামত চাপিয়ে দেওয়া। তারা নিজেকে হিরো হিসেবে উপস্থাপনের পাশাপাশি প্রচারণার মাধ্যমে নতুন জঙ্গি তৈরি করতে চায়। জঙ্গিরা চায় মেইনস্ট্রিম প্রচারণা। এমন কোনো রিপোর্টিং করা উচিত হবে না, যে রিপোর্টে জঙ্গিবাদের পক্ষে প্রচার হয় বা সন্ত্রাস-জঙ্গিদের হিরো হিসেবে উপস্থাপিত হয়। জঙ্গিরা যেদেশের শত্রু, মানবতার শত্রু সেটি প্রচার পাওয়া উচিত।

জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা আখ্যায়িত করে তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে পশ্চিমাদের রাজনৈতিক টানাপড়েনে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। উন্নত বিশ্ব উন্নত প্রযুক্তি ব্যবহার করেও সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলা করতে পারেনি। আমরা পেরেছি। কারণ, আমরা সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে পেরেছি। আর এক্ষেত্রে গণমাধ্যম অগ্রণী ভূমিকা পালন করেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, উপ-কমিশনার (ডিসি) মহিবুল ইসলাম, প্রলয় কুমার জোয়ার্দার, মাসুদুর রহমান, ক্র্যাবের সাধারণ সম্পাদক দীপু সারোয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মে ০৬, ২০১৯
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।