ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাংলাদেশ ব্যাংকের আঞ্চ‌লিক কার্যালয়ে অ‌গ্নিকা‌ণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, মে ৬, ২০১৯
বাংলাদেশ ব্যাংকের আঞ্চ‌লিক কার্যালয়ে অ‌গ্নিকা‌ণ্ড

বরিশাল: ব‌রিশালে বাংলাদেশ ব্যাংকের আঞ্চ‌লিক কার্যালয়ে অ‌গ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

‌সোমবার (৬ মে) সকাল ১০টা ১০মি‌নিটে শহরের বগুরা রোড এলাকায় ব্যাংকের আঞ্চ‌লিক কার্যালয়ের দ্বিতীয় তলায় কয়েন রাখার ভোল্টে এ ঘটনা ঘটে।  

বরিশাল সদর ফায়ার স্টেশনের ওয়া‌র হাউস ইন্সপেক্টর দেবাশীষ বিশ্বাস বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সা‌র্ভিসের চারটি ইউ‌নিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষ‌তির হিসেব এখনও নিরূপণ করা সম্ভব হয়‌নি। পাশাপা‌শি এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়‌নি।

কোতোয়া‌লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে ব্যাংকের দুই নম্বর কয়েন ভোল্টে পু‌লিশের দায়িত্বরত সদস্যরা ধোঁয়া দেখতে পান। পরে আগুনের বিষয়টি নি‌শ্চিত হয়ে ফায়ার সা‌র্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সা‌র্ভিসের চার ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে টাকা-পয়সার ক্ষ‌তি না হলেও কিছু কাগজপত্র ক্ষ‌তিগ্রস্ত হয়েছে। প্রাথ‌মিকভাবে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী প‌রিচালক মনোজ কা‌ন্তি বৈরা‌গী বাংলানিউজকে জানান, এ ঘটনায় দু’টি তদন্ত ক‌মি‌টি গঠন করা হবে। এক‌টি ব্যাংক ও অপর‌টি ফায়ার সা‌র্ভিসের পক্ষ থেকে।  

এদিকে খবর পেয়ে ব‌রিশা‌ল পু‌লিশ প্রশাসনে‌র ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।