ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৩ দস্যু নিহত, অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, মে ৬, ২০১৯
সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৩ দস্যু নিহত, অস্ত্র উদ্ধার নিহত তিন দস্যু। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন দস্যু নিহত হয়েছে। 

সোমবার (৬ মে) সকাল ৭টার দিকে চাঁদপাই রেঞ্জের চরাপুঠিয়া এলাকায় খোন্তা কোদালিয়া খালে এ ‘বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল তল্লাশি করে চারটি আগ্নেয়াস্ত্র, একটি নৌকা, বেশকিছু গুলি ও দস্যুদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মো. শামীম সরকার বাংলানিউজকে বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে সোমবার সকালে র‌্যাব সদস্যরা চরাপুঠিয়া এলাকার খোন্তা কোদালিয়া খালের অভ্যন্তরে যায়। ওই এলাকায় আগে থেকে লুকিয়ে থাকা দস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। ঘণ্টাব্যাপী দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর দস্যুরা পিছু হটে যায়। এর পর ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ তিন দস্যুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় জেলেদের বরাদ দিয়ে এ কর্মকর্তা বলেন, নিহত একজন দস্যু পান্না ওরফে রানা বাহিনীর প্রধান ও তার দুই সহযোগী। নিহতদের মরদেহ মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, মে ০৬, ২০১৯/আপডেট: ১২০৬ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।