ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রামপুরায় পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, মে ৬, ২০১৯
রামপুরায় পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

ঢাকা: রাজধানীর রামপুরার জামতলা এলাকায় রাসেল (১৯) নামে এক পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (০৫ মে) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৩টার দিকে তার মৃত হয়।

নিহত রাসেল পূর্ব রামপুরার জামতলার ৩১২/৩৬ নম্বর বাসায় থাকতো।  

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুদ্দুস ফকির বাংলানিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার পরিচিত স্বপন নামে এক তরুণ শুক্রবার রাত ২টায় মোবাইল ফোনের মাধ্যমে রাসেলকে ডেকে নিয়ে যায়। এরপর এলাকার ইউনুস কমিশনারের বাড়ির সামনে রাসেলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

 

তিনি আরও জানান,  নিহত ব্যক্তি পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।