ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

৪০ টাকার স্প্রাইট ক্যান ১৬০ টাকায়: মামলা হাইকোর্টে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩১, মে ৬, ২০১৯
৪০ টাকার স্প্রাইট ক্যান ১৬০ টাকায়: মামলা হাইকোর্টে .

ঢাকা: স্প্রাইটের একটি ক্যান ৪০ টাকার পরিবর্তে একশ ৬০ টাকায় বিক্রির ঘটনায় রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (০৫ মে) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ তাদের আইনজীবীর কাছে তা জানতে চেয়েছেন।  আগামী ১২ মে’র মধ্যে এ বিষয়ে জানাতে হবে।

আদালতে ইন্টারকন্টিনেন্টালের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ আলী।

পরে ইউসুফ আলী জানান, হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্প্রাইটের একটি ক্যান ৪০ টাকার পরিবর্তে একশ ৬০ টাকায় বিক্রি নিয়ে একজন গ্রাহক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে একটি অভিযোগ করে। সেই অভিযোগের বিষয়ে শুনানি করতে অধিদপ্তর ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষকে নোটিশ দেয়। এ নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ইন্টারকন্টিনেন্টাল হাইকোর্টে রিট করে।

ইউসুফ আলী আরও জানান, আমাদের বক্তব্য হলো, ইন্টারকন্টিনেন্টাল একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। এটা কোনো পানীয় বিক্রির কোম্পানী নয়। এখন সেবার একটা উপকরণ হলো পানীয় তথা একটা ক্যান। আদালত এ সেবা দেয়ার আইনি ব্যাখ্যা আগামী রোববারের মধ্যে জানাতে বলেছেন।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, মে ০৬, ২০১৯
ইএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।