এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (০৫ মে) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ তাদের আইনজীবীর কাছে তা জানতে চেয়েছেন। আগামী ১২ মে’র মধ্যে এ বিষয়ে জানাতে হবে।
আদালতে ইন্টারকন্টিনেন্টালের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ আলী।
পরে ইউসুফ আলী জানান, হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্প্রাইটের একটি ক্যান ৪০ টাকার পরিবর্তে একশ ৬০ টাকায় বিক্রি নিয়ে একজন গ্রাহক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে একটি অভিযোগ করে। সেই অভিযোগের বিষয়ে শুনানি করতে অধিদপ্তর ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষকে নোটিশ দেয়। এ নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ইন্টারকন্টিনেন্টাল হাইকোর্টে রিট করে।
ইউসুফ আলী আরও জানান, আমাদের বক্তব্য হলো, ইন্টারকন্টিনেন্টাল একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। এটা কোনো পানীয় বিক্রির কোম্পানী নয়। এখন সেবার একটা উপকরণ হলো পানীয় তথা একটা ক্যান। আদালত এ সেবা দেয়ার আইনি ব্যাখ্যা আগামী রোববারের মধ্যে জানাতে বলেছেন।
বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, মে ০৬, ২০১৯
ইএস/এমএইচএম