রোববার (৫ মে) রাত সাড়ে ৭টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কে ভবানীপুর ডিগ্রী কলেজের সামনে দ্রুতগামী একটি মালবোঝাই ট্রাক নেভি ব্লু রঙের একটি এ্যাপাচি (১৫০ সিসি) মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল চালক আকাশ (৩৩) রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এসময় মোটরসাইকেল আরোহী রবিন (৩০) গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিহত আকাশ ও আহত রবিনের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বৈগ্রামে। তাৎক্ষণিকভাবে তাদের পিতার নাম জানা যায়নি।
এর আগে একই সড়কের তেলিপাড়া এলাকায় শাহাজান আলী (৩১) নামে এক মোটরসাইকেল চালক অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৬-৩৫৭৫) নিচে চাপা পরে ঘটনাস্থলেই নিহত হন।
শাহাজান আলী পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের চাকলা বাজার খোড়াখাই সরদারপাড়া গ্রামের সৈদুল হকের ছেলে। পুলিশ ঘাতক ট্রাক ও চালক মন্টুকে আটক করেছে।
ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) উপ-পরিদর্শক(এসআই) আক্তারুল করিম দুটি দূর্ঘটনার কথা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৫৫৬ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এমএইচএম