রোববার (০৫ মে) রাত ১১ টায় র্যাব-২ এর একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ সাত হাজার টাকা, ৭টি মোবাইল ফোন ও ১৬টি সিম জব্দ করা হয়।
র্যাব-২ এর এসপি মো. মহিউদ্দিন ফারুকী বাংলানিউজকে বলেন, আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা অনুসন্ধান চালাই। এস এম রেফাত জামিল নামের এক ব্যক্তি শের-ই-বাংলা থানায় প্রতারণার একটি জিডি করেন। তার (জামিল) অভিযোগের ভিত্তিতে ফাঁদ পেতে তাদের আটক করা হয়। তারা বিভিন্ন সময় পরিচয় গোপন করে মিথ্যা তথ্য দিয়ে গত ৪ মাসে ২৩ লাখ টাকা মানুষের সাথে প্রতারণা করে হাতিয়ে নেয়। এমন কি নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানের ছেলের ফেসবুক পেইজ হ্যাক করে হুমকি দেয় ও ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে।
আটককৃত যুবকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান মহিউদ্দিন ফারুকী।
বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এমএমআই/এমএইচএম