রোববার (৫ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সূর্য সেন হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মকবুল হোসেন ভূঁইয়া বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে দায়িত্বের বিষয়ে। আগামীকাল (সোমবার) থেকে দায়িত্ব পালন শুরু করব।
বিশ্ববিদ্যালয়ের অন্যতম মাস্টারদা’ সূর্য সেন হলের দীর্ঘ ছয় বছর প্রাধ্যক্ষ ছিলেন অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। একই সাথে আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন ও নীল দলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এসকেবি/এমএইচএম