ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ইটনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৬, মে ৬, ২০১৯
ইটনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু .

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় পানিতে ডুবে মাহাদি হাসান (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (০৫ মে) দুপুরে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের মুদিরগাঁও-বন্দেরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত মাহাদী হাসান (০২) ওই এলাকার মাঈন উদ্দিনের ছেলে।

 

স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ীর পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধূলা করছিল মাহাদী। এসময় বাড়ির লোকজনের অজান্তে বাড়ির পাশে ছোট পুকুরে পড়ে যায় শিশুটি। পরে প্রতিবেশীরা পুকুরে শিশুটিকে ভাসতে দেখে বাড়িতে খবর দেন। শিশুটিকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘন্টা, ০৫ মে, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।