রোববার (৫ মে) বিকেলের পর থেকে একে একে মিলগুলো বন্ধ করে দেয়া হয়। বন্ধ করে দেয়া মিলগুলো হচ্ছে: প্লাটিনাম জুবিলি জুট মিল, ক্রিসেন্ট জুট মিল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল ও স্টার জুট মিল।
শ্রমিকরা জানান, স্টার দুপুর ৩টায়, প্লাটিনাম সন্ধ্যা ৬টায়, দৌলতপুর রাত ৮টায়, ক্রিসেন্ট রাত সোয়া ৮টায় এবং খালিশপুর জুট মিল রাত ৯টায় বন্ধ করে দিয়েছে তারা।
মিল সূত্রে জানা যায়, রাষ্ট্রায়ত্ত এই পাঁচ পাটকলে ১৫ হাজার শ্রমিকের ১১ সপ্তাহের প্রায় ৪৫ কোটি টাকা মজুরি বকেয়া রয়েছে। মজুরি না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন।
পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন বলেন, পাট মন্ত্রণালয় ও বিজেএমসি’র সাথে বৈঠকে ২৫ এপ্রিলের মধ্যে পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের কথা বলা হয়। কিন্তু এ পর্যন্ত শ্রমিকদের মজুরি প্রদান করা হয়নি। এ কারণে ক্ষিপ্ত শ্রমিকরা মিলের উৎপাদন বন্ধ করে দিয়েছে।
তিনি জানান, বর্তমানে পাঁচটি জুট মিলের শ্রমিকদের ১১ সপ্তাহের মজুরি বাবদ প্রায় ৪৫ কোটি টাকা বকেয়া রয়েছে।
বাংলাদেশসময়: ২৩০২ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এমআরএম/এমএইচএম