ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, মে ৪, ২০১৯
খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

খুলনা: খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (০৪ মে) সকাল ১১টার দিকে মহানগরীর খালিশপুরস্থ আলমনগর বাজারের একটি ক্যারাম বোর্ডের দোকানে এ ঘটনা ঘটে।

মৃত সুজন আলমনগর রেললাইন এলাকার বেল্লাল হোসেনের ছেলে ও স্থানীয় প্রভাতী স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

 

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন বাংলানিউজকে বলেন, সুজন দোকানে ক্যারাম খেলতে যায়। দোকানের সঙ্গে লাগানো বৈদ্যুতিক একটি খুঁটি ছিল। খুঁটির পাশেই বৃষ্টির পানি জমে ছিল। দুষ্টুমির ছলে অসাবধানতাবশত সেই খুঁটিতে সুজনের হাত লেগে। এ সময় সুজন খালি পায়ে থাকায় বিদ্যুতায়িত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মে০৪, ২০১৯
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ