ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কোথাও বাঁধ ভাঙলে জরুরি ভিত্তিতে জানান কন্ট্রোল রুমে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, মে ৪, ২০১৯
কোথাও বাঁধ ভাঙলে জরুরি ভিত্তিতে জানান কন্ট্রোল রুমে খুলনার কয়রায় বাঁধের উপর বসে আছেন ভাঙন আতঙ্কে থাকা লোকজন

ঢাকা: ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে সারাদেশে কোথাও বেড়িবাঁধ ভাঙলে তা মেরামতের জন্য জরুরিভিত্তিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে জানাতে বলেছে সরকার।

শনিবার (০৪ মে) পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানিয়েছেন, ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে সারাদেশে কোথাও বেড়িবাঁধ ভাঙলে বা ভাঙার উপক্রম হলে জরুরি ভিত্তিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে অবহিত করার অনুরোধ করা হলো।

কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হলো ০২৯৫৪০৭০১।

এদিকে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘ফণী’। এর ফলে বিপদ সংকেত কমিয়ে দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ