শনিবার (০৪ মে) পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানিয়েছেন, ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে সারাদেশে কোথাও বেড়িবাঁধ ভাঙলে বা ভাঙার উপক্রম হলে জরুরি ভিত্তিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে অবহিত করার অনুরোধ করা হলো।
কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হলো ০২৯৫৪০৭০১।
এদিকে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘ফণী’। এর ফলে বিপদ সংকেত কমিয়ে দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এমআইএইচ/জেডএস