শনিবার (০৪ মে) সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই নারী নিজেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন চিকিৎসা নিতে।
রুনা আক্তার বাংলানিউজকে বলেন, যাত্রাবাড়ির কাজলা এলাকায় আমরা থাকি। আমার মেয়ে রিদিকার জ্বর হলে তাকে চিকিৎসা করাতে ঢাকা মেডিকেলেই নিয়ে আসছিলাম।
তিনি বলেন, গুলিস্তান গোলাপ শাহ মাজার পার হওয়ার সময় রিকশার পেছন থেকে এক ছিনতাইকারী আমার বাম কানের সিটি গোল্ডের দুল ধরে টান দেয়। এতে আমার কানের লতি ছিঁড়ে রক্ত ঝরতে থাকে। দুলটি নিয়ে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারী। পরে আমরা হাসপাতালে আসি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বাংলানিউজিকে বলেন, ওই নারীকে হাসপাতালের ৩০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এজেডএস/টিএ