ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিবচরে স্পিডবোট ডুবির ঘটনায় শিশুসহ ২ জনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, মে ৪, ২০১৯
শিবচরে স্পিডবোট ডুবির ঘটনায় শিশুসহ ২ জনের মরদেহ উদ্ধার

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ শিশুসহ দুইজনের  মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ মে) দুপুর সোয়া ১২টার দিকে কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।  

উদ্ধারকৃত মরদেহগুলো হলো- শিশু আমির হামজা (৬)  ও এক অজ্ঞাতপরিচয় এক যুবকের (২১)।

 

উদ্ধারকারী শিবচর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মজিবর বাংলানিউজকে জানান, ঘাট থেকে একটু দূরে ভাসছিল এক যুবকের মরদেহ। স্থানীয়রা জানালে ট্রলার নিয়ে ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করা হয়। এর আগে আমির হামজা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকৃত ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।

শনিবার (৪মে) দুপুর ১২টার দিকে কাঁঠালবাড়ী ঘাটের উল্টো দিকে নদীর চরে স্বল্প পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহটি উদ্ধার করে।

গত বৃহস্পতিবার নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে চলাচল করতে গিয়ে কাঁঠালবাড়ী ঘাটের কাছে একটি ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী স্পিডবোটটি ডুবে যায়। এ দুর্ঘটনায় মো. মুরাদ নামের এক যুবককে গুরুতর আহতাবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ সময় শিশু আমির হামজাসহ আরো এক ব্যক্তি নিখোঁজ হন।  

শনিবার দুপুর ১২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমির হামজা উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের ইমরান ফরাজীর ছেলে। দুর্ঘটনায় নিহত শিশুটির বাবা-মা ও ভাই আহতাবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মে ০৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ