শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টা থেকেই শুকনা খাবার, পানি, মুড়ি, চিড়া, মোমবাতি, মশার কয়েলসহ প্রয়োজনীয় দ্রব্যাদি দিয়ে আশ্রয়কেন্দ্রে আসা মানুষের খোঁজ-খবর নেন তারা।
বরগুনা মাইঠা স্কুল সংলগ্ন সাইক্লোন শেল্টারে খাবার বিতরণ করতে এসে পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন বলেন, পরিবার-পরিজন নিয়ে যারা আশ্রয়কেন্দ্রে এসেছেন, তাদের সবার তথ্য নিয়ে প্রয়োজন অনুযায়ী খাবার বিতরণ করবে পৌরসভা কর্তৃপক্ষ।
বরগুনা জেলা প্রশাসক (ডিসি) কবীর মাহমুদ বাংলানিউজকে জানান, তার দপ্তরের বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে সন্ধ্যার পর থেকেই বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন। আশ্রয় নিতে এসে কোনো মানুষ সমস্যায় পড়েছে কিনা সেবিষয়েও খবর নিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এএ