ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আশ্রয়কেন্দ্রে সব সহযোগিতা দিচ্ছে বরগুনা জেলা প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৮, মে ৪, ২০১৯
আশ্রয়কেন্দ্রে সব সহযোগিতা দিচ্ছে বরগুনা জেলা প্রশাসন বরগুনা আশ্রয়কেন্দ্র

বরগুনা: ঘূর্ণিঝড় ফণীর আঘাত থেকে বাঁচতে বিভিন্ন সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়া মানুষের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছে বরগুনা জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টা থেকেই শুকনা খাবার, পানি, মুড়ি, চিড়া, মোমবাতি, মশার কয়েলসহ প্রয়োজনীয় দ্রব্যাদি দিয়ে আশ্রয়কেন্দ্রে আসা মানুষের খোঁজ-খবর নেন তারা।  

বরগুনা মাইঠা স্কুল সংলগ্ন সাইক্লোন শেল্টারে খাবার বিতরণ করতে এসে পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন বলেন, পরিবার-পরিজন নিয়ে যারা আশ্রয়কেন্দ্রে এসেছেন, তাদের সবার তথ্য নিয়ে প্রয়োজন অনুযায়ী খাবার বিতরণ করবে পৌরসভা কর্তৃপক্ষ।

এরপরও যারা আশ্রয়কেন্দ্রে আসবেন তাদের জন্যও খাবারের ব্যবস্থা করা হবে।

বরগুনা জেলা প্রশাসক (ডিসি) কবীর মাহমুদ বাংলানিউজকে জানান, তার দপ্তরের বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে সন্ধ্যার পর থেকেই বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন। আশ্রয় নিতে এসে কোনো মানুষ সমস্যায় পড়েছে কিনা সেবিষয়েও খবর নিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ