ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পঞ্চগড়ে স্কুল-মাদরাসায় সাধারণ মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০১, মে ৪, ২০১৯
পঞ্চগড়ে স্কুল-মাদরাসায় সাধারণ মানুষ আশ্রয় নেওয়া সাধারণ মানুষ

পঞ্চগড়: ঘূর্ণিঝড় ফণী নিয়ে উৎকণ্ঠা থেকে পঞ্চগড়ের সাধারণ মানুষকে স্কুল, কলেজ ও মাদরসায় আশ্রয় নিতে দেখা গেছে। তবে তেঁতুলিয়া আবহাওয়া অফিস বলছে, ভয়ের তেমন কিছু নেই। ফণীর প্রভাবে বৃষ্টি আর বাতাসের বেগ কিছুটা বেশি থাকতে পারে।

শুক্রবার (৩ মে) দিনগত রাতে পঞ্চগড়ের চাকলাহাট এলাকার হাজি আজিউল্লাহ গয়পানি দাখিল মাদরাসায় প্রায় ৩শ সাধারণ গ্রামবাসীকে আশ্রয় নিতে দেখা যায়।  

এসময় পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলামের নেতৃত্বে আশ্রয় গ্রহণকারীদের শুকনো খাবার ও পানি বিতরণ করা হয়।

পাশপাশি আশ্রয়কেন্দ্র হিসেবে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসাকে খুলে দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার পাঁচ উপজেলায় প্রস্তুত করা হয়েছে পাঁচটি কন্ট্রোলরুম।  

বানু নামে এক নারী বাংলানিউজকে বলেন, আমাদের বাড়ি-ঘর টিনের হওয়ায় ঝড়ের ভয়ে মাদরাসায় আশ্রয় নিয়েছি।  

সরেজমিনে শুক্রবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ফণীর প্রভাবে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় অনেকেই দোকানপাঠ বন্ধ করে দ্রুত বাড়ি ফিরছে।  

শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ফণী মোকাবিলায় প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।  

বাংলাদেশ সময়: ০৬৫৮ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ