শুক্রবার (৩ মে) দিনগত রাতে পঞ্চগড়ের চাকলাহাট এলাকার হাজি আজিউল্লাহ গয়পানি দাখিল মাদরাসায় প্রায় ৩শ সাধারণ গ্রামবাসীকে আশ্রয় নিতে দেখা যায়।
এসময় পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলামের নেতৃত্বে আশ্রয় গ্রহণকারীদের শুকনো খাবার ও পানি বিতরণ করা হয়।
বানু নামে এক নারী বাংলানিউজকে বলেন, আমাদের বাড়ি-ঘর টিনের হওয়ায় ঝড়ের ভয়ে মাদরাসায় আশ্রয় নিয়েছি।
সরেজমিনে শুক্রবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ফণীর প্রভাবে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় অনেকেই দোকানপাঠ বন্ধ করে দ্রুত বাড়ি ফিরছে।
শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ফণী মোকাবিলায় প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ০৬৫৮ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এএ