শুক্রবার (৩ মে) ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০১৯’ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা সরকারের প্রতি এ আহ্বান জানান।
দিবসটির এবছরের প্রতিপাদ্য বিষয় ‘গণতন্ত্রের জন্য গণমাধ্যম’কে সামনে রেখে ‘গণতন্ত্রের জন্য গণমাধ্যম: ভুল তথ্যের সময় সাংবাদিকতা ও নির্বাচন’ শিরোনামে আয়োজিত এ আলোচনা সভায় বক্তারা প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনসহ সব ধরনের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, গণমাধ্যমকর্মীরা যখন জনগণকে সঠিক তথ্য দেন তখন তা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্ত করে। সাংবাদিকেরা অনেক ধরনের প্রতিবন্ধকতা নিয়ে কাজ করেন। তবে আইনের শাসন ও জবাবদিহিতা শুধু গণমাধ্যমের জন্যই না, বরং প্রশাসনের সব স্তরেও থাকা উচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা অধ্যাপক গীতি আরা নাসরিন বলেন, ভিন্ন ধর্ম বা সম্প্রদায়ের যদি একজন নাগরিকও দেশে থেকে থাকেন তাহলেও তার সব অধিকার সরকারকে নিশ্চিত করতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্র। আর এই গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের কোনো ধরনের প্রভাব, শক্তি বা স্বার্থের কাছে মাথানত করা যাবে না।
ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, গণমাধ্যম আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারা সরাসরিভাবে মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে। সময় এসেছে ডিজিটাল নিরাপত্তা আইনের এসব ধারা পরিবর্তন করে সাংবাদিকদের অবাধ দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার।
মানবাধিকার সংগঠন ভয়েস এর উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ। এসময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সেলিম সামাদ, খায়রুজ্জামান কামাল, ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিজয় আনামসহ অন্যরা।
বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এসএইচএস/এএ