ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে ছেলের মরদেহ উদ্ধার, বাবা নিখোঁজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩১, মে ৪, ২০১৯
সিলেটে ছেলের মরদেহ উদ্ধার, বাবা নিখোঁজ

সিলেট: নিখোঁজের দু’দিন পর সিলেটের জৈন্তাপুর সারি নদীতে নিখোঁজ হন শাকিল আহমদের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন সাকিলের বাবা আলাউদ্দিন (৩৫)।

শুক্রবার (৩ মে) বিকেলে সারি নদীর শাখা লাইম নদীর মুখে মরদেহটি দেখে স্থানীয় জনতা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।


 
স্থানীয় সূত্র জানায়, নিখোঁজ পিতা-পুত্রকে উদ্ধারে স্থানীয়ভাবে ডুবুরি নামানো হয়। দমকল বাহিনীর ডুবুরিরাও তাদের উদ্ধারে নিষ্ফল চেষ্টা চালান। শুক্রবার বিকেলে ছেলে শাকিল আহমদের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকালে শাকিলের নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল।
 
সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ জাকির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বুধবার ভোরে নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে স্রোতের তোড়ে নিখোঁজ হন উপজেলার কালিঞ্জী বাড়ি গ্রামের আলাউদ্দিন ও তার ছেলে শাকিল আহমদ। নিখোঁজের দু’দিন পর ছেলের মরদেহ ভেসে উঠলেও তার বাবা আলাউদ্দিন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির সন্ধানে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করছেন।
 
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ