ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফণীর প্রভাবে আশুগঞ্জ নৌবন্দরের কার্যক্রম বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫০, মে ৪, ২০১৯
ফণীর প্রভাবে আশুগঞ্জ নৌবন্দরের কার্যক্রম বন্ধ আশুগঞ্জ নৌবন্দর

ব্রাহ্মণবাড়িয়া: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরের কার্যক্রম। বন্দরে আটকা পড়েছে শতাধিক মালবাহী কার্গো জাহাজ। বন্ধ রাখা হয়েছে কার্গো জাহাজ থেকে পণ্য খালাসও।

ইতোমধ্যে অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। এতে ছয়টি রুটে লঞ্চ ও নৌ চলাচল বন্ধ রয়েছে।

আশুগঞ্জ থেকে নবীনগর-গোকর্ণ ঘাট, সাচনা, মারকুলি, অষ্টগ্রাম, বাঙ্গলপাড়া, কামাইল চেহ নৌরুটে বন্ধ রয়েছে লঞ্চ ও নৌ চলাচল।  

আশুগঞ্জ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, শুক্রবার (৩ মে) রাতে আশুগঞ্জ বন্দরে ঘূর্ণিঝড় ফণী আঘাত আনতে পারে। ইতোমধ্যে আশুগঞ্জ বন্দরকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।   

আশুগঞ্জ নদীবন্দরের সহকারী পরিচালক আসাদুজ্জামান জানান, নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়ে সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বন্ধ রাখা হয়েছে বন্দরের সব কার্যক্রম।

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, মে ০৩, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ