ইতোমধ্যে অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। এতে ছয়টি রুটে লঞ্চ ও নৌ চলাচল বন্ধ রয়েছে।
আশুগঞ্জ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, শুক্রবার (৩ মে) রাতে আশুগঞ্জ বন্দরে ঘূর্ণিঝড় ফণী আঘাত আনতে পারে। ইতোমধ্যে আশুগঞ্জ বন্দরকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আশুগঞ্জ নদীবন্দরের সহকারী পরিচালক আসাদুজ্জামান জানান, নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়ে সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বন্ধ রাখা হয়েছে বন্দরের সব কার্যক্রম।
বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, মে ০৩, ২০১৯
এএ