ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাইক্লোন শেল্টারে যেতে মানুষের অনীহা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৩, মে ৪, ২০১৯
সাইক্লোন শেল্টারে যেতে মানুষের অনীহা

‌পি‌রোজপুর: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দমকা হাওয়া ও থেমে থেমে বৃষ্টি শুরু হলে সাধারণ মানুষ বিষয়টি আগ্রহী না। এতে সাইক্লোন শেল্টারে যেতে সাধারণ মানুষ অনীহা প্রকাশ করছে।

অপরদিকে, বলেশ্বর তীরবর্তী খেতাচিড়ার বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানিতে নিম্ম এলাকা প্লাবিত হচ্ছে। স্বাভাবিকের চেয়ে দুই তিন ফুট পানিবৃদ্ধি পেয়েছে।

এদিকে উপজেলার বলেশ্বর তীরবর্তী এলাকা কচুবাড়িয়া সাইক্লোন শেল্টার আমরাগাছিয়া ইউরো গ্রুপ প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টার ও ভাইজোরা সাপলেজা সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টার রয়েছে তালাবদ্ধ।

উপজেলার কচুবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় বন্যা আইলে সাইক্লোন সেল্টারে যামু।  

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিএম সরফরাজ বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার থেকেই উপজেলার ৫৫টি আশ্রায়ন শেল্টার জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

প্রত্যন্ত এলাকাগুলোতে ঝড়ের পূর্বাভাস প্রচার করা হচ্ছে। এছাড়া ১১টি ইউনিয়নের ও একটি পৌরসভার জন্য ১২টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। প্রতিটি আশ্রয়ন কেন্দ্রে পুলিশ ও আনসার বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। এছাড়া বাংলাদেশ সিপিপি ১২৭৫ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। তারা বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে।  

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মসিউর রহমান বাংলানিউজকে জানান, উপজেলার ৫৫টি সাইক্লোন শেল্টারে কমপক্ষে ৪১ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। আশ্রিতদের জন্য শুকনো খাবার ও পানি প্রস্তুত রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মে ০৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ