ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, তরুণরা দেশের সম্পদ। দেশের উন্নয়ন কাজে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হলে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে। দেশ ও সমাজের সব উন্নয়ন কাজে তরুণদের এগিয়ে আসতে হবে।
শুক্রবার (০৩ মে) বিকেলে হবিগঞ্জের নালুয়াত চা বাগান শ্রমিকদের জন্য আয়োজিত ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখন দেশের উন্নয়ন নিশ্চিত হয়েছে।
জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি খাতে উন্নয়ন নিশ্চিত করা হয়েছে।
সরকার চা বাগানে শ্রমিক হিসেবে কর্মরত ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, চা শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ০৩, ২০১৯
টিএম/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।