শুক্রবার (০৩ মে) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল লতিফ।
বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, জেলার আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে ২৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
তিনি জানান, আজ জুমার নামজে ২ হাজার ২৭৫টি ও ১০১টি অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়েছে।
বরিশাল জেলায় মোট ১৫৫টি স্বেচ্ছাসেবক টিম রয়েছে, মেডিকেল টিম রয়েছে ৪০৮টি। এছাড়াও আশ্রয়কেন্দ্রভিত্তিক ৩৩১টি নিরাপত্তা ও মেডিকেল টিম নিশ্চিত করা হয়েছে। দ্রুত ত্রাণ বিতরণের জন্য ২৫ হাজার প্যাকেট শুকনো খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।
এককথায় দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি। সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবকসহ সবাই মিলে দুর্যোগ মোকাবিলায় কাজ করছি। যেমন মেহেন্দিগঞ্জের অনেক চরাঞ্চল থেকে কোস্টগার্ড সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে সহায়তা করেছেন। আনসার, ফায়ার সার্ভিস, পুলিশের সব ইউনিটসহ নৌ-বাহিনীও আমাদের সঙ্গে রয়েছেন।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মে ০৩, ২০১৯
এমএস/জেডএস