ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের বাড়ি মান্দায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৪, মে ৩, ২০১৯
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের বাড়ি মান্দায়

নওগাঁ: সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ১৮০ কিলোমিটার দূরে সাগরা শহরের প্রবেশদ্বারে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ বাংলাদেশির মধ্যে দুইজনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নে।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের তেগাড়া গ্রামের তফিজ উদ্দিন মৃধার ছেলে গিয়াস উদ্দিন মৃধা ওরফে তোতা (৩৫) ও তুড় কবাড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে মানিক। স্থানীয় চেয়ারম্যান আনিছুর রহমান জ্বীন বাংলানিউজকে বিষয়টি জানান।

 

নিহত গিয়াস উদ্দিন তোতার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে সৌদিআরব যান গিয়াস উদ্দিন মৃধা ওরফে তোতা। এরমধ্যেই সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় পুরো পরিবারে নেমে এসেছে অন্ধকার।  

অন্যদিকে, মানিক হোসেন সংসারে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং বাবা-মাকে রেখে গিয়াস উদ্দিন মৃধা ওরফে তোতার সঙ্গে সৌদি আরব যান। তারা দুজনেই সৌদি আল হারিফ ক্যাটারিং কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) একটি গাড়িতে ১৭ বাংলাদেশি সাগরা শহরে প্রবেশের পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থালেই অন্য বাংলাদেশিদের সঙ্গে গিয়াস উদ্দিন ও মানিক মারা যান।

মান্দা থানার তদন্ত পরির্দশক তারেকুর রহমান সরকার বাংলানিউজকে বলেন, দ্রুত তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মে ০৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ