কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৩ মে) বিকেলে উপজেলার চরআলগি গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ওই গ্রামের ইন্তাজ আলীর ছেলে মাইজুর রহমান (৩০) ও আলতাফ উদ্দিনের মেয়ে নুরুন্নাহার (৩৫)।
স্থানীয়রা জানান, শুক্রবার (০৩ মে) বিকেলে বাড়ির পাশে ধান ভাঙাতে যাচ্ছিলেন মাইজুর ও নুরুন্নাহার।
পথে বৃষ্টি শুরু হলে তারা একটি গাছের নিচে আশ্রয় নেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
উপজেলার চরফরাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘন্টা, মে ০৩, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।