ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ বাংলাদেশির পরিচয় মিলেছে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১২, মে ৩, ২০১৯
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ বাংলাদেশির পরিচয় মিলেছে

ঢাকা: সৌদি আরবের রাজধানী রিয়াদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১০ বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। শুক্রবার (৩ মে) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে তাদের পরিচয় জানিয়ে দেয়।

আল হাবিব কোম্পানি ফর ট্রেডিং কমার্শিয়াল কন্ট্রাক্টস লিমিটেডে কর্মরত থাকাবস্থায় নিহত এ বাংলাদেশিরা হলেন- ১. বাহাদুর    (পিতা: হাবেজ উদ্দিন, মাতা: মালেকা, ঠিকানা: ঝাগরমান, কালিহাতি, টাঙ্গাইল); ২. রফিকুল ইসলাম (পিতা: মো. আনোয়ার হোসেন, মাতা: মোসা. হিরা খাতুন, ঠিকানা: মাধবপুর, বাহাদুরপুর, ভেড়ামাড়া, কুষ্টিয়া); ৩. মো. ইউনুস আলী (পিতা: মো. আব্দুল খালেক, মাতা: মোসা. আমেনা খাতুন, ঠিকানা: রঘুনাথপুর, আলিপুর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ); ৪. জামালউদ্দিন মাঝি, (পিতা: মান্নান মাঝি, মাতা: নুরজাহান, ঠিকানা: তারাকান্দি, মনোহরদী, নরসিংদী); ৫. গিয়াসউদ্দিন মৃধা (পিতা: মো. তফিজউদ্দিন মৃধা, মাতা: মোসা. হামিদা, ঠিকানা: তেগরা, মান্দা, নওগাঁ); ৬. মো. জুয়েল, পিতা: মো. গিয়াসউদ্দিন, মাতা: আমেনা খাতুন, ঠিকানা: বাহাদিয়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ); ৭. ইমদাদুল (পিতা: রশিদ, মাতা: মোসাম্মত কাজলি বেগম, ঠিকানা: তাতারদি, শেখেরগাঁ, মনোহরদী, নরসিংদী); ৮. মো. মানিক, (পিতা: মো. রমজান আলী, মাতা: মোসা. মানিকজান ঠিকানা: তুরুকবাড়িয়া, মান্দা, নওগাঁ); ৯. মো. আল আমিন (পিতা: আব্দুল মান্নান শেখ, মাতা: পদেনা বেগম, ঠিকানা: দমনমারা, খিদিরপুর, মনোহরদী, নরসিংদী) এবং ১০ মো. মনির হোসেন, (পিতা: মো. শামসুল হক, মাতা: মমতাজ বেগম, ঠিকানা: কস্তুরিপাড়া, কালিহাতি, টাঙ্গাইল)।

দূতাবাস জানায়, বৃহস্পতিবার (২ মে) সকালে ১৭ জন শ্রমিক দাম্মাম থেকে মিনিবাসযোগে তাদের নতুন কর্মস্থল মদিনা যাচ্ছিলেন।

পথে রিয়াদের কাছাকাছি শাকরা নামকস্থানে পৌঁছালে তাদের বহনকারী ওই মিনিবাসের চাকা ফেটে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১০ বাংলাদেশি প্রাণ হারান। আহত হন আরও সাত জন। আহতদের মধ্যে দুইজনকে রিয়াদে ও তিনজনকে শাকরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ দূতাবাস থেকে আহতদের সুচিকিৎসার বিষয় নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। এছাড়া যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মে ০৩, ২০১৯
টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ