বুধবার (১ মে) দিনগত রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের কুটিরপাড় চন্ডিমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন- ওই গ্রামের মোজাহার আলী এবং তার ছেলে আব্দুল জলিল, আব্দুল হালিম ও আব্দুল হাকিম।
মহিষখোচা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আফছার আলী বাংলানিউজকে জানান, গোয়াল ঘরে জ্বালিয়ে রাখা কয়েল থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে তা মোজাহার ও তার তিন ছেলের বসত-ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে তাদের সাতটি ঘর, আটটি গরু, ধান, চাল ও তামাক পুড়ে যায়। এতে প্রায় আট লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি।
আদিতমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজমুল সরকার বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মে ০২, ২০১৯
এসআরএস