ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে খূনের ঘটনায় আটক ১

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৬, মে ২, ২০১৯
শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে খূনের ঘটনায় আটক ১ আটক আহাদ মিয়া। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে সিরাজ মিয়া নামে এক ব্যক্তিকে খুনের ঘটনায় আহাদ মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। আহাদ মিয়া উপজেলার ভূনবীর ইউনিয়নে পশ্চিম লইয়ারকুল গ্রামের চেরাগ আলীর ছেলে।

বৃহস্পতিবার (০২ মে) ভোরে অভিযান চালিয়ে লইয়ারকুল গ্রাম থেকে তাকে আটক করা হয়। এর আগে বুধবার (১ মে) রাত সাড়ে ৯টায় উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামে এ ঘটনা ঘটে।



স্থানীয় সূত্রে জানা যায়, বাবা রহমান মিয়ার সামনে তার মেয়েকে নিয়ে বাজে মন্তব্যে করেন আহাদ মিয়া নামে ওই ব্যক্তি। এসময় মেয়ের বাবা ও চাচা সিরাজ মিয়া প্রতিবাদ করলে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আহাদ তাদের ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে সিরাজ মিয়া মারা যান। মেয়েটির বাবা সংকটাপন্ন অবস্থায় বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল বাংলানিউজকে বলেন, ঘটনার পরপরই গা ঢাকা দেয় ঘাতক আহাদ মিয়া। সারারাত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে তাকে লইয়ারকুল গ্রাম থেকেই আটক করা হয়।

গত মঙ্গলবার (৩০ এপ্রিল) শ্রীমঙ্গলে ওই স্কুলছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগে জামাল মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।  

আরও পড়ুন
ধর্ষিতাকে বাজে মন্তব্য, প্রতিবাদ করায় চাচাকে হত্যা

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, মে ০২, ২০১৯
বিবিবি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।