ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

১৪ লাখ টাকাসহ মাদক বিক্রেতা দম্পতি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৩, মে ২, ২০১৯
১৪ লাখ টাকাসহ মাদক বিক্রেতা দম্পতি আটক আটককৃত জহিরুল ইসলাম ও তার স্ত্রী রিপা আক্তার। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির ১৪ লাখ ৫১০ টাকাসহ মাদক বিক্রেতা দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার (০১ মে) মোহাম্মদপুর থানাধীন হাজী চিনু মিয়ার রোডের একটি ৬ তলা ভবনের নিচতলার বাসা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. জহিরুল ইসলাম (৩৩) ও তার স্ত্রী রিপা আক্তার (২২)।

এ সময় তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ও ২০টি  মোবাইল জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের হকারী পরিচালক (ঢাকা মেট্রো) খুরশিদ আলম বাংলানিউজকে জানান, আটক জহিরুল মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক বিক্রেতা। সে ৬ বছর ধরে নিজেই একজন মাদকসেবী। সেবনের পাশাপাশি গত ৫ বছর ধরে সে মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত। স্বামী জহিরুলের হাত ধরে স্ত্রী রিপাও একসময় মাদক কারবারের সঙ্গে জড়িয়ে পড়ে।

দীর্ঘ দিন ধরে মোহাম্মদপুর এলাকায় মাদক কারবার চালিয়ে আসা জহিরুল এর আগে কখনো আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হননি। দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে থাকা এ দম্পতিকে প্রথমবারের মতো আটক করতে সক্ষম হলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান খুরশিদ আলম।

বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, মে ০২, ২০১৯
পিএম/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।