ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বান্দরবানে ট্রাক উল্টে ১৩ শ্রমিক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩১, মে ২, ২০১৯
বান্দরবানে ট্রাক উল্টে ১৩ শ্রমিক আহত ফাইল ফটো

বান্দরবান: বান্দরবানে কাঠবোঝাই ট্রাক উল্টে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১ মে) সন্ধ্যায় চিম্বুক সড়কের ফারুক পাড়ার কাছে শৈলপ্রপাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন শরিফ (২৫), শাহজাহান (৫০), শাহাবউদ্দিন (৩৫), কবির হোসেন (২৩), মোমিন মৃধা (৩৫), রতন মল্লিক (৫০), একিনু মারমা (৩৫), আলী (৩০), ইমান হোসেন (৩৫), বাহাদুর (৩৪), আলী (২৭), রুহুল আমিন (২৬), নুরুল ইসলাম (৩৪)।

আহতদের মধ্যে মোমিন মৃধা ও নুরুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সবার বাড়ি বান্দরবান শহরের ওয়াপদা ব্রিজ ও আর্মি পাড়া এলাকায়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে দমকলবাহিনী ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, মে ১, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।