বুধবার (১ মে) সন্ধ্যায় চিম্বুক সড়কের ফারুক পাড়ার কাছে শৈলপ্রপাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন শরিফ (২৫), শাহজাহান (৫০), শাহাবউদ্দিন (৩৫), কবির হোসেন (২৩), মোমিন মৃধা (৩৫), রতন মল্লিক (৫০), একিনু মারমা (৩৫), আলী (৩০), ইমান হোসেন (৩৫), বাহাদুর (৩৪), আলী (২৭), রুহুল আমিন (২৬), নুরুল ইসলাম (৩৪)।
আহতদের মধ্যে মোমিন মৃধা ও নুরুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সবার বাড়ি বান্দরবান শহরের ওয়াপদা ব্রিজ ও আর্মি পাড়া এলাকায়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে দমকলবাহিনী ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, মে ১, ২০১৯
একে