ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৮, মে ২, ২০১৯
ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় শিমুল সূত্রধর (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি মিরপুর প্যারা মেডিকেলের শিক্ষার্থী।

বুধবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

শিমুল চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রঞ্জিত সূত্রধরের ছেলে। মিরপুরের শেওড়াপাড়া এলাকায় থাকতেন তিনি।

শিমুলের মামা রিন্টু সূত্রধর বাংলানিউজকে জানান, মহাখালীতে ট্রেনের ধাক্কায় আহত হয় শিমুল। পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তিনি আরও বলেন, জানতে পেরেছি, শিমুল রেললাইনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলো। এসময় ট্রেনের হাতলের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হওয়ার পরে তার মৃত্যু হয়।

বাংলানিউজকে ঢামেক পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, মে ১, ২০১৯
এজেডএস/একে/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।