ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শ্রমজীবী মানুষের মিছিল-স্লোগানে মুখরিত রংপুর

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, মে ১, ২০১৯
শ্রমজীবী মানুষের মিছিল-স্লোগানে মুখরিত রংপুর রংপুরে শ্রমজীবী মানুষের র‌্যালি, ছবি: বাংলানিউজ

রংপুর: কর্মক্ষেত্রে নির্যাতন বন্ধসহ বিভিন্ন দাবিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস (মহান মে দিবস) পালন করেছে রংপুরের শ্রমিক সংগঠনগুলো। 

বুধবার (১ মে) সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষের মিছিল-স্লোগানে মুখরিত হয়ে উঠে রংপুর মহানগর।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিক অধ্যুষিত এলাকা শাপলা চত্বরে বিভিন্ন সংগঠন নিজ নিজ ব্যানারে মিছিল নিয়ে আসতে থাকে।

দুপুর ১২টায় পর কানায় কানায় পূর্ণ হয় শাপলা চত্বরের শ্রমিক সমাবেশ স্থল। আলোচনা শেষে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে মাথায় ও কব্জিতে লালসালু বেঁধে আর হাতে লাল নিশান উড়িয়ে কলকারখানা, হোটেল-রেস্তোরাঁ, দোকানপাট, ইমারত, পরিবহন শ্রমিক ও কর্মচারীসহ বিভিন্ন পেশার শ্রমিকরা অংশ নেন।  

মহান মে দিবসের আলোচনায় বক্তারা বলেন, আটঘণ্টা শ্রম সময় কিন্তু আমরা শ্রমিকরা প্রায়ই ওভার টাইম করছি। এতেও মালিকদের কাছ থেকে মূল্যায়ন পাওয়া যায় না। শ্রম বৈষম্য দূরীকরণে সব শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে।

এরআগে সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসন আয়োজনে প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মে দিবসের আলোচনায় মিলিত হয়।

এসময় শোভাযাত্রা ও আলোচনায় উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় কমিশনার জয়নুল বারী, স্থানীয় সরকার পরিচালক রুহুল আমিন, পুলিশ সুপার মিজানুর রহমান, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পক (ভারপ্রাপ্ত) হাজী আব্দুর রাজ্জাক, রংপুর জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, রংপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়ন ও জাতীয় শ্রমিক লীগের মহানগর কমিটির সাধারণ সম্পাদক এম এ মজিদ, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুল, কোষাধ্যক্ষ শাহরিয়ার কবীর বিটুল, মহানগর শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩২নম্বন কাউন্সিলর মাহবুব মোর্শেদ শামীম ,কামারপাড়া বাসস্ট্যান্ড কমিটির সভাপতি মাহফুজ উন নবীন, সাধারণ সম্পাদক মধু মিয়া, মহানগর অটো শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার কবীর সুমনসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

শোভাযাত্রা শেষে টাউন হলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। পরে  কামারপাড়ার বাসস্ট্যান্ড রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি ও জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ প্রধান বক্তা  হিসেবে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ০১, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।