ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মে দিবসে খুলনায় র‌্যালি-সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪১, মে ১, ২০১৯
মে দিবসে খুলনায় র‌্যালি-সমাবেশ র‌্যালিতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক। ছবি: বাংলানিউজ

খুলনা: মহান মে দিবস উপলক্ষে খুলনায় র‌্যালি ও সমাবেশ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।

বুধবার (১ মে)  সকাল সাড়ে ৭টায়  শ্রম অধিদফতরের উদ্যোগে নগরের নিউ মার্কেট এলাকা একটি র‌্যালি বের করা হয় যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরের শ্রম অধিদফতরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক, ভারপ্রাপ্ত খুলনা বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার, খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবির, খুলনা জেলার পুলিশ সুপার (এপি) এস এম শফিউল্লাহ, ভারপ্রাপ্ত খুলনা জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন, শ্রম অধিদফতরের খুলনা উপ-পরিচালক (পরিচালকের দায়িত্বে) মো. মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।

দিবসটি উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়ন সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও সাধারণ সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুন্সী মাহবুবুল আলম সোহাগ।

দিবসটি উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়ন সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুন্সী মাহবুবুল আলম সোহাগ।

এদিকে জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন দিবসটিতে সকাল ৮টায় বাংলাদেশ ব্যাংক মোড় থেকে শোভাযাত্রা বের করে  এবং ট্রেড ইউনিয়ন ফেডারেশন খুলনা শাখার উদ্যোগে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা করে।   

এছাড়া দিবসটি উপলক্ষে নগরের পরিবহন শ্রমিক, পাটকল শ্রমিক, নৌযান শ্রমিকদের বিভিন্ন সংগঠন পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

বাংলাদেশসময়: ১৪৪০ ঘণ্টা,  মে ০১,  ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।