ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

টু‌ঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে শ্রদ্ধা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, মে ১, ২০১৯
টু‌ঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে শ্রদ্ধা  বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েনের  নব নির্বাচিত নেতারা। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টু‌ঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েনের  নব নির্বাচিত নেতারা।

বুধবার (০১ মে) দুপুরে নব নির্বাচিত সভাপতি ঢাকা গণপূর্ত সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খালেদ হুসাইন ও মহাসচিব নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শওকত উল্লাহর নেতৃত্বে নির্বাচিতরা বঙ্গবন্ধুর সমাধী সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এ সময় সহ সভাপতি (সিভিল) গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন আহমেদ, মো. শামসুদ্দোহা, সহ সভাপতি (ই/এম) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশ্রাফুল হক, কোষাধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান, যুগ্ম সচিব মো. আফসার উদ্দিন, স্বর্ণেন্দু শেখর মণ্ডল, জোয়ার্দার তা‌বেদুন নবী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আদনান রহমান, সদস্য (সি‌ভিল) কামরুল হাসান, উৎপল পোদ্দারসহ নির্বা‌চিত অন্যান্য নেতারা ও গোপলগঞ্জ গণপূর্ত বিভা‌গের নির্বাহী প্র‌কৌশলী অ‌মিত কুমার বিশ্বাস এবং অন্যন্যা কর্মকর্তারা উপ‌স্হিত ছি‌লেন।

 

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ০১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।