ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাংবাদিক মাহফুজ উল্লাহর মাগফিরাত চেয়ে বিকেলে দোয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, মে ১, ২০১৯
সাংবাদিক মাহফুজ উল্লাহর মাগফিরাত চেয়ে বিকেলে দোয়া প্রখ্যাত লেখক ও সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, ফাইল ফটো

ঢাকা: সদ্য প্রয়াত প্রখ্যাত লেখক ও সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহর রুহের  মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার (০১ মে) বাদ আসর জাতীয় প্রেস ক্লাবের হলরুমে এ দোয়া মাহফিল হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, সাংবাদিক মাহফুজ উল্লাহর পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দোয়ায় অংশ নেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ সর্বস্তরের মানুষ।

এর আগে গত ২৮ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে মাহফুজ উল্লাহর জানাজার আগে পরিবারের পক্ষ থেকে তার একমাত্র ছেলে মোস্তফা হাবিব বুধবারের দোয়ায় সবাইকে শরিক হওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন।

গত ২৭ এপ্রিল ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিনিয়র এই সাংবাদিক মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মে ০১, ২০১৯
এমএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।