ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ন্যূনতম মজুরির দাবিতে ট্রেড ইউনিয়নের সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, মে ১, ২০১৯
ন্যূনতম মজুরির দাবিতে ট্রেড ইউনিয়নের সমাবেশ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মিছিল, ছবি: বাংলানিউজ

ঢাকা: ন্যূনতম মজুরিসহ আট দফা দাবিতে মে দিবসের সমাবেশ এবং মিছিল করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।

বুধবার (০১ মে) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ হয়।

এতে সভাপতিত্ব করেন টিইউসির সভাপতি শহিদুল্লাহ চৌধুরী।

পরিচালনা করেন সংগঠনের দফতর সম্পাদক সাহিদা পারভিন শিখা।

সমাবেশে শ্রমিকদের দাবি সম্বলিত ঘোষণাপত্র উপস্থাপন করেন ড. ওয়াজেদুল ইসলাম। বক্তব্য রাখেন টিউসির সহ সভাপতি মাহবুব আলম প্রমুখ।

সভায় বক্তারা বাঁচার মতো ন্যূনতম মজুরি ঘোষণা, আইএলও কনভেনশন অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন ও শ্রম বিধিমালা প্রণয়নের দাবি জানান।

শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা এবং শ্রমিকদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠারও জোর দাবি জানানো হয়।

শেষে সুসজ্জিত লাল পতাকার মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল হয়ে প্রেস ক্লাব অভিমুখে যাত্রা করে।

বাংলাদেশের সময়: ১৩০২ ঘণ্টা, মে ০১, ২০১৯
আরকেআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।