ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শ্রমিক-মালিক ঐক্য কার স্বার্থে, প্রশ্ন মেননের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, মে ১, ২০১৯
শ্রমিক-মালিক ঐক্য কার স্বার্থে, প্রশ্ন মেননের বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন/ছবি- ডি এইচ বাদল

ঢাকা: বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সরকার কার স্বার্থে মালিকদের সঙ্গে শ্রমিকদের ঐক্য গড়ার শপথ করালেন। গত ১০ বছরে উপরতলার মানুষের সম্পদ বেড়েছে ১৫৫ শতাংশ আর নিচতলার মানুষের সম্পদ কমেছে ১২১ শতাংশ।

মেনন বলেন, আপনারা (উপরতলা) বাড়ির পর বাড়ি করছেন আর আমাদের গার্মেন্টস শ্রমিকরা যুগ যুগ ধরে ঝুপড়ি ঘরে বাস করছে। তাদের জন্য একটি ডরমিটরিরও ব্যবস্থা করতে পারেননি।

   

মহান মে দিবস উপলক্ষে শ্রম মন্ত্রণালয়ের দেওয়া ‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’ শ্লোগানের সমালোচনা করে রাশেদ খান মেনন এ কথা বলেন।  

বুধবার (০১ মে) পল্টন মোড়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাশেদ খান মেনন।

একটি সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে মেনন বলেন, গার্মেন্টস শ্রমিকরা ৫৮ শতাংশ মানসিক, ২১ শতাংশ যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। নির্যাতনকারী সেই মালিকদের সঙ্গে সরকার শ্রমিকদের ঐক্য করতে বলেছেন।

মালিকদের সঙ্গে ঐক্য না করে সবগুলো শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ঐক্য করতে পারলে সব দাবি আদায় করতে পারবো বলেও মনে করেন মেনন।  

বিশেষ অতিথি লুৎফননেসা খান বিউটি এমপি বলেন, গার্মেন্টস কর্মীদের মাতৃত্বকালীন ছুটি দুই মাস বৃদ্ধি করে ছয় মাস করতে হবে। নিয়মিত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা ও যৌন হয়রানি বন্ধ করতে হবে। যদিও প্রধানমন্ত্রী সব ধরনের নির্যাতন বন্ধ করার চেষ্টা করছেন। পোশাক কারখানার স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হবে।        

সমাবেশে সব কারখানায় মজুরি বাস্তবায়ন, সবক্ষেত্রে নারী পুরুষ সমতা, চাকরিচ্যুত ১১ হাজার শ্রমিককে পুনর্বহাল, শ্রমিকদের নামে দায়ের করা ৩৫টি মিথ্যা মামলা প্রত্যাহারসহ ১৩ দফা দাবি তুলে ধরা হয়।  

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরিফা আক্তার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মে ০১, ২০১৯
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।