নিহত সখিনা বেগম সাতক্ষীরার শ্যামনগর এলাকার মোছা ছানার স্ত্রী।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার খুলনা-বেনাপোল কমিউনিটির সামনের রেললাইনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই নারীর মেয়ে ও মেয়ে জামাই শার্শায় অবস্থিত আফিল জুট মিলে শ্রমিকের কাজ করেন। তাদের সঙ্গে দেখা করার জন্য তিনি সেখানে যাচ্ছিলেন। এসময় জুট মিলের সামনের রেললাইন পার হতে গিয়ে তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বেনাপোল রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল আলিম বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে যশোরে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
ওএইচ/