ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মেঘনায় গরুবোঝাই নৌকায় হামলা, গুলিবিদ্ধ ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩১, মে ১, ২০১৯
মেঘনায় গরুবোঝাই নৌকায় হামলা, গুলিবিদ্ধ ৩

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে গরুবোঝাই একটি নৌকায় দুর্বৃত্তদের হামলায় তিন গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল মেঘনা নদীর সাহেবনগর ও নরসিংদীর রায়পুরা উপজেলার শান্তিপুর গ্রামের অংশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইমতিয়াজ মিয়া (৪২), আল-আমিন (৩০) ও ফুল মিয়া (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বাইশমৌজা হাট থেকে নৌকায় করে গরু নিয়ে ফিরছিলেন ব্যবসায়ীরা। পথে উপজেলার সাহেবনগর ও নরসিংদীর রায়পুরা উপজেলার শান্তিপুর গ্রামের মেঘনা নদী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা নৌকায় হানা দেয়। এসময় গরু ব্যবসায়ীরা প্রতিরোধের চেষ্টা করলে তাদের ওপর গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এ ঘটনায় গুলিবিদ্ধ হন তিনজন। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত রায় এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।