ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নকল মুড়ির মিলকে ২ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৭, মে ১, ২০১৯
নকল মুড়ির মিলকে ২ লাখ টাকা জরিমানা জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা নিশাত মেহের। ছবি বাংলানিউজ

ময়মনসিংহ: অন্য প্রতিষ্ঠানের নাম ও মোড়ক ব্যবহার করে নকল মুড়ি উৎপাদনের দায়ে ময়মনসিংহে ইসলাম এন্টারপ্রাইজ নামে এক মুড়ির মিলকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক নুরুল ইসলামের কাছ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এ জরিমানা আদায় করেন।

নিশাত মেহের বাংলানিউজকে বলেন, ময়মনসিংহের চরনিলক্ষীয়া এলাকার ওই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মাসকান্দার বিসিক শিল্প নগরীর মেসার্স নূর চিড়া-মুড়ি মিলের জোড়া হাতি মার্কার লোগো ও মোড়ক ব্যবহার করে নিম্নমানের মুড়ি কম দামে বাজারজাত করছিলো।

এতে মেসার্স নূর চিড়া-মুড়ি মিলের মালিক মাহবুব হোসেন ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলামের কাছে অভিযোগ করলে অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিককে গ্রেফতার করা হয়। পরে অভিযোগের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এমএএএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।