বিসিএস তথ্য সাধারণ ক্যাডারের ৮৪ ব্যাচের এ কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্ব দিয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জয়নাল আবেদীনকে গ্রেড-১ বেতনে পিআইও নিয়োগ দিয়ে গত ৮ এপ্রিল আদেশ জারি করে তথ্য মন্ত্রণালয়।
জয়নাল আবেদীন ২০১৫ সালের ৮ জুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস সচিব নিয়োগ পান। তিনি তখন থেকে তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বছরের ৫ জুলাই তাকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সর্বোচ্চ গ্রেড (গ্রেড-১) দেওয়া হয়।
কর্মজীবনে তিনি তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার, জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহারকে গত ২২ জানুয়ারি রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব হিসেবে নিয়োগ করা হয়। তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।
এরপর দীর্ঘদিন পদটি খালি থাকার পর গত ১৪ মার্চ গণযোগাযোগ অধিদফতরের মহা-পরিচালক (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেনকে অতিরিক্ত দায়িত্বে পিআইও নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন করে এখনও পিআইও পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এমআইএইচ/ওএইচ/