মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেটের উত্তরণ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যত্ন প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) শেখ মো. কাবেদুল ইসলাম একথা বলেন।
কুড়িগ্রামে আইএসপিপি’র যত্ন প্রকল্পের বিকল্প উৎস থেকে পরিবার/থানা ভিত্তিক তথ্য সংগ্রহ শীর্ষক পরিকল্পনা ও সমন্বয় প্রশিক্ষণ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে জেলা প্রশাসন, যত্ন প্রকল্প ও স্থানীয় সরকার বিভাগ।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-প্রকল্প পরিচালক মনিরুল ইসলাম, ডিডিএলজি হাফিজুর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আহসান হাবীব নীলু প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আইএসপিপি’র যত্ন প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলার ৭৪টি ইউনিয়নে অন্তঃসত্ত্বা নারী ও ৪৮ মাস বয়সী শিশুদের নিউট্রিশন পূরণে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। প্রতি ইউনিয়নে গড়ে এক হাজার ৩৫১ জন এ সহযোগিতা পাবেন।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এফইএস/একে