ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পরবর্তী আদমশুমারি ২০২১ সালে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৩, এপ্রিল ৩০, ২০১৯
পরবর্তী আদমশুমারি ২০২১ সালে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

জাতীয় সংসদ ভবন থেকে: বাংলাদেশে সবশেষ ২০১১ সালে আদমশুমারি ও গৃহ গণনা অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন। পরবর্তী আদমশুমারি ২০২১ সালে অনুষ্ঠিত হবে বলে সংসদে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য আলী আজমের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী।  

তিনি জানান, সবশেষ আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যার মধ্যে পুরুষ ৭ কোটি ৪৯ লাখ ৮০ হাজার ৩৮৬ জন ও নারী ৭ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৯৭৮ জন।

 

২০১৩ সালে জাতীয় সংসদে পরিসংখ্যা আইন-২০১৩ পাস হয় এবং এ আইন অনুসারে আদমশুমারিকে জনশুমারি নামে অভিহিত করা হয়েছে। দশ বছরের ধারাবাহিকতায় পরবর্তী জনশুমারি ও গৃহগণনা-২০২১ সালে অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯ 
এসকে/আরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।