ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, এপ্রিল ২৩, ২০১৯
নারায়ণগঞ্জে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে ফাইজুর রহমান সুমন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দীনের আদালতে আসামি সুমনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

ফাইজুর রহমান সুমন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভাওয়ালিয়াপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।

এদিন আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুর রশিদ ভূঁইয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পিপি অ্যাডভোকেট রাকিব উদ্দীন রকিব এবং তাকে সহযোগিতা করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু।

অ্যাডভোকেট রাকিব উদ্দীন রকিব জানান, মামলায় বাদীর পক্ষে সাক্ষ্য দিয়েছেন আটজন। অন্যদিকে আসামি পক্ষে সাফাই সাক্ষী দিয়েছেন তিনজন। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে মঙ্গলবার আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।  

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২২ মে সন্ধ্যায় পূর্ব পরিচয়ের সূত্রে ভাওয়ালিয়াপাড়া এলাকার সাহেব আলীর বাড়িতে টিভি দেখতে আসে সুমন। এরপর ওই দিন সন্ধ্যায় আলীর ১০ বছরের শিশু মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে সে। পরে এ ঘটনায় সাহেব আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
এসএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।