মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে জামগড়া এলাকার হিওন গার্মেন্টসের পাশে এক শ্রমিক কলোনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাসেনুর পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার রাজপাশা গ্রামের বাসিন্দা।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন কুমার দাস বাংলানিউজকে বলেন, সকালে হিওন গার্মেন্টসের পাশে এক শ্রমিক কলোনি থেকে হাসেনুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া বিষয়টি নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
এনটি